17645

05/02/2025 স্ত্রী-কন্যা-নাতিদের দান করায় সম্পদ কমেছে অর্থমন্ত্রীর

স্ত্রী-কন্যা-নাতিদের দান করায় সম্পদ কমেছে অর্থমন্ত্রীর

রাজ টাইমস ডেস্ক :

৫ ডিসেম্বর ২০২৩ ২০:৫০

আ হ ম মুস্তফা কামালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা।

সম্পদের একটি অংশ স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের দেওয়ার পর গত পাঁচ বছরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সম্পদের পরিমাণ ২৪ কোটি টাকার একটু বেশি কমেছে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার সম্পদের বিবরণী অনুসারে, তার মোট সম্পদের পরিমাণ ৩৮ কোটি তিন লাখ ৪৬ হাজার ৬২৩ টাকায় নেমে এসেছে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তার সম্পদ ছিল ৬২ কোটি ১৭ লাখ ২১ হাজার ১৫৩ টাকার।

গত নির্বাচনের পর থেকে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে সম্মাননা বাবদ তিনি পেয়েছেন সাত কোটি ৬৮ লাখ দুই হাজার ৬৪৮ টাকা। জমি বিক্রি থেকেও তিনি আয় করেছেন নয় কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩৮৫ টাকা।

এ সময়ে মন্ত্রী পারিবারিক ব্যয় ও আয়কর বাবদ ব্যয় করেছেন আট কোটি ১২ লাখ ৮৯ হাজার ৫৬৩ টাকা।

তিনি তার মেয়ে নাফিসা কামালকে দুই কোটি চার লাখ পাঁচ হাজার টাকা সমমূল্যের শেয়ার প্রদান করেছেন।

এছাড়া স্ত্রী, দুই কন্যা এবং পাঁচ নাতি-নাতনীকে তিনি দান করেছেন ৩১ কোটি টাকার সম্পত্তি। স্ত্রীকে স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ৯টি কোম্পানির শেয়ার বাবদ দিয়েছেন ৪০ হাজার টাকা।

আ হ ম মুস্তফা কামালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ৭১৪ টাকা। তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি ৬২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৪৭৮ টাকা।

এছাড়া মোস্তফা কামালের কোনো ঋণ নেই বলে হলফনামায় বলা হয়েছে।

হলফনামায় মন্ত্রীর বিরুদ্ধে আটটি ফৌজদারী মামলার কথাও উল্লেখ করা হয়, যার সবকটিতে তিনি খালাস পেয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে আসন্ন জাতীয় নির্বাচনে কুমিল্লা-১০ আসন থেকে নির্বাচন করবেন আ হ ম মুস্তফা কামাল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]