05/06/2025 মহাখালীতে গ্যাস স্টেশনে আগুন, দগ্ধ ৮
রাজ টাইমস ডেস্ক :
৭ ডিসেম্বর ২০২৩ ০০:১০
ঢাকার মহাখালীতে রয়্যাল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে অন্তত আটজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
বুধবার রাত ৭টা ৫৩ মিনিটে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন সালাউদ্দিন (৩৮), মামুন (৩০), জীবন (২১),কামাল হোসেন (৫০), আমির হোসেন (৩২), মাছুম (২৫), রানা (৩০) ও খায়ের মিয়া (৪৪)
দগ্ধ শ্রমিকদের চিকিৎসা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।
তিনি বলেন, মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জন আমাদের জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার শরীর কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো নির্ধারণ করা হয়নি।
এর আগে, রাজধানীর মানিকনগর এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
এরপর রাত ৭টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
উল্লেখ্য, বুধবার ভোর ৬টা থেকে দশম বারের মতো বিএনপির অবরোধ কর্মসূচি শুরু হয়, যা চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করছে।