17720

05/06/2025 শাহবাগে বাধা পেয়ে প্রেস ক্লাবে মায়ের ডাকের মানববন্ধন

শাহবাগে বাধা পেয়ে প্রেস ক্লাবে মায়ের ডাকের মানববন্ধন

রাজ টাইমস ডেস্ক :

৯ ডিসেম্বর ২০২৩ ১২:৪০

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে পুলিশের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এরপর জাতীয় প্রেস ক্লাসের সামনে দাঁড়ায় ‘বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের’ পরিবারগুলোর এ প্লাটফর্ম।

আজ শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালনের জন্য জাতীয় জাদুঘরের সামনে দাঁড়ায় মায়ের ডাক। পরে সেখান থেকে তাদের সরে যেতে হয়।

এ প্রসঙ্গে মায়ের ডাকের কনভেনর সানজিদা ইসলাম বণিক বার্তাকে জানান, শাহবাগের মানববন্ধনের জন্য জড়ো হলে পুলিশ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেখান থেকে চলে যেতে বলে।

তিনি বলেন, ‘কোন দেশে আছি আমরা। এখানে কোনো আন্দোলন হচ্ছে না, স্লোগান হচ্ছে না। দাঁড়ায়া আমরা একটা কথা বলব, কথাটা বলতে পারিনি। এখন এ বাচ্চাদের নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে।’

শাহবাগে দাঁড়াতে না পেরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন মায়ের ডাক। সেখানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হয়।

এ সময় প্রেস ক্লাবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণঅধিকার পরষদের পরিষদের সভাপতি নুরুল হক নুর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]