17895

04/29/2025 ইউক্রেনে ২২ মাসে হতাহত ৩ লাখ ১৫ হাজার রুশ সৈন্য!

ইউক্রেনে ২২ মাসে হতাহত ৩ লাখ ১৫ হাজার রুশ সৈন্য!

রাজটাইমস ডেস্ক:

১৪ ডিসেম্বর ২০২৩ ০৮:৩৮

টানা সাড়ে ২২ মাসের যুদ্ধে ইউক্রেন সেনার প্রত্যাঘাতে রুশ বাহিনীর ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে বুধবার এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে রুশ বাহিনীর তিন লাখ ১৫ হাজারেরও বেশি অফিসার ও জওয়ান হতাহত হয়েছেন। সংখ্যাটি যুদ্ধের শুরুতে অংশ নেয়া রুশ স্থলসেনার মূল অংশের প্রায় ৯০ শতাংশ! এছাড়া ওয়াগনারের মতো ভাড়াটে যোদ্ধাদলের বড় অংশও নিশ্চিহ্ন হয়েছে ইউক্রেন যুদ্ধে।

পাশাপাশি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগত বাহিনীর হামলায় রুশ ট্যাঙ্ক এবং সাঁজোয়া বাহিনীর যে ক্ষতি হয়েছে, তাতে তাদের আধুনিকীকরণের প্রক্রিয়া আরো অন্তত ১৮ বছর পিছিয়ে গিয়েছে বলেও আমেরিকার ওই গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছিলেন। অভিযানের গোড়ায় অংশ নিয়েছিল প্রায় তিন লাখ ৬০ হাজার রুশ সেনা। কিন্তু এখন পর্যন্ত জয় অধরা মস্কোর।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]