17920

05/05/2025 শরিকদের জন্য ৭ আসনে ছাড় আওয়ামী লীগের

শরিকদের জন্য ৭ আসনে ছাড় আওয়ামী লীগের

রাজ টাইমস ডেস্ক :

১৪ ডিসেম্বর ২০২৩ ২২:৩৬

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদের জন্য সাতটি আসনে ছাড় দিতে সম্মত হয়েছে ক্ষমতাসীন দল।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে।

তিনি জানান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বরিশাল-৩, মুস্তফা লুৎফুল্লাহকে সাতক্ষীরা-১ এবং ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২ আসন ছেড়ে দেয়া হয়েছে। এ ছাড়া, জাসদের হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২, এ কে এম রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ এবং মোশাররফ হোসেনকে লক্ষ্মীপুর-৪ আসন ছেড়ে দেয়া হয়েছে। এর বাইরে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেয়া হয়েছে।

এই সাতটি আসনের মধ্যে কুষ্টিয়া-২ আসনে আগে থেকেই কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। অন্য আসনগুলো থেকে দলীয় প্রার্থী সরিয়ে নেয়া হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।

তবে, আওয়ামী লীগের যেসব নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না বলে আগেই জানিয়ে দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]