17938

04/30/2025 মেসির জার্সি ৭৮ লাখ ডলারে বিক্রি

মেসির জার্সি ৭৮ লাখ ডলারে বিক্রি

রাজ টাইমস ডেস্ক :

১৫ ডিসেম্বর ২০২৩ ১৪:০৩

ফুটবল বিশ্বের বর্তমান বিস্ময় লিওনেল মেসি। তার ক্যারিশমায় এ বছর ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই বিশ্বকাপে তিনি যেসব জার্সি গায়ে খেলেছিলেন, তা নিলামে আকাশচুম্বী দামে বিক্রি হয়েছে। অনলাইন ফক্স বিজনেস বলছে, এসব জার্সি ৭৮ লাখ ডলারে বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি’তে তার ৬টি জার্সি বিক্রি হয়েছে। এই জার্সির মধ্যে আছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মেসি যেটা পরেছিলেন, সেটাও। লিওনেল মেসির স্মরণিকা এ পর্যন্ত যা বিক্রি হয়েছে, বৃহস্পতিবারের এই অর্থ তাকে ছাড়িয়ে গেছে।

এর আগে ২০১৭ সালে তার পরা একটি জার্সি বিক্রি হয়েছিল ৪ লাখ ৫০ হাজার ডলারে। বৃহস্পতিবার যে ৬টি জার্সি বিক্রি হয়েছে তা মেসি ৬টি ম্যাচে পরেছিলেন।

তবে নিলামে এ যাবত সবচেয়ে বেশি অর্থে বিক্রি হয়েছে ১৯৯৮ সালের এনবিএ ফাইনালের জার্সি। তা বিক্রি হয়েছে এক কোটি এক লাখ ডলারে।

আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সময় পরা জার্সি বিক্রি হয়েছিল ৯৩ লাখ ডলারে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]