17977

05/05/2025 প্রার্থিতা প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছে জাপা, রাতেই সমঝোতার দাবি

প্রার্থিতা প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছে জাপা, রাতেই সমঝোতার দাবি

রাজ টাইমস ডেস্ক :

১৭ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৪

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির (জাপা) আসন সমঝোতার বৈঠক এখনো হয়নি। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে জাপার শীর্ষ নেতারা এখন বৈঠক করছেন।

সূত্র জানায়, প্রার্থিতা প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছেন তারা। জানা যায়, আজ রাতেই আসন সমঝোতার জন্য চাপ দিচ্ছেন তারা। একাধিকবার ফোনে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার রাত ১১টা ৫৫ মিনিট) নিজেদের মধ্যে বৈঠক করছেন তারা। একটি বিশ্বস্ত সূত্র জানায়, জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ফোনে লাউড স্পিকারে কথা বলেন ওবায়দুল কাদেরের সঙ্গে। তিনি রাতেই সমঝোতার কথা বলেন। সমঝোতার আসনে নৌকা প্রত্যাহারের দাবি জানান। সূত্রটি আরও জানায়, নির্বাচন থেকে প্রত্যাহারের চিঠি টাইপ করে রেখেছেন।

ভেতরে বৈঠক করছেন সিনিয়র নেতারা। আর বাইরে থাকা নেতাকর্মীরা জানান, দলের ভালো চিন্তা করে নির্বাচন থেকে পিছু হটা দরকার।

অপেক্ষারত এক নেতা বলেন, আওয়ামী লীগ আমাদের দমন পীড়ন করে আসছে। নির্বাচন বৈধতা দেবার জন্য দলের স্বার্থ বিসর্জন না দেয়াই ভালো।

জানা যায়, বৈঠকে মহাসচিব মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ উপস্থিত আছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]