17992

05/06/2025 রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু নয়: পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু নয়: পররাষ্ট্রমন্ত্রী

রাজ টাইমস ডেস্ক :

১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৭

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ‘আরব বসন্তের’ মতো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে যুক্তরাষ্ট্র। রুশ মুখপাত্রের এমন বক্তব্য নাকচ করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমার তো নিশ্চয় মনে হয় না এ ধরনের কোনো সুযোগ আছে। রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু নয়।’

রোববার (১৭ ‍ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনার শেষে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটা গণতান্ত্রিক দেশ। শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। আর আমরা ৭ জানুয়ারি নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা করব। আমরা খুব ভালোভাবে চলছি।’

‘রাশিয়া কী বলেছে, এটা আমাদের ইস্যু নয়। এটা ওদের জিজ্ঞাসা করেন। অনেকে অনেক ধরনের কথা বলবে কিন্তু আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। আমরা সার্বভৌম, আমাদের ভারসাম্য পররাষ্ট্রনীতি’ বলেন মন্ত্রী।

মোমেন বলেন, ‘কে কী বলল, না বলল, এটা তাদের মাথাব্যথা। আমরা পরাশক্তিগুলোর টানাটানিতে পা দিতে চাই না। আমাদের ভারসাম্য কূটনীতি নিয়ে আমরা চলতে চাই।’

গণতান্ত্রিক প্রক্রিয়ার কারণে বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চায়, অন্য কিছু দরকার নাই।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]