18022

05/01/2025 ‘ট্রাক’ প্রতীক পেলেন মাহি

‘ট্রাক’ প্রতীক পেলেন মাহি

রাজ টাইমস ডেস্ক :

১৮ ডিসেম্বর ২০২৩ ১২:০৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।

রাজশাহীতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে সকল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়েছে। রাজশাহী-১ আসনের আলোচিত চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি পেয়েছেন ‘ট্রাক’ প্রতীক।

এর আগে গতকাল রোববার সাংবাদিদের এক প্রশ্নের জবাবে মাহি জানান, তার পছন্দের কোনো প্রতীক নেই। নির্বাচন কমিশন তাকে যা প্রতীক দেবেন, সেই প্রতীকে তিনি ভোটের মাঠে প্রচারণা চালাবেন।

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে দলটির মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। যদিও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন মাহি।

জানা গেছে, মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়। আর নানা বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। এছাড়া বর্তমানে মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]