1804

04/29/2025 ঢাবি ভর্তি পরীক্ষায় কমানো হল ইউনিট

ঢাবি ভর্তি পরীক্ষায় কমানো হল ইউনিট

রাজটাইমস ডেস্ক

৯ নভেম্বর ২০২০ ০০:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় কমানো হয়েছে দুটি ইউনিট। বাদ দেয়া হয়েছে ঘ ও চ ইউনিট।

২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন্‌স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এই সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য বলেন আমাদের শিক্ষার্থীরা যেহেতু তিনটি ধারার সঙ্গে পরিচিত, সে কারণেই আমরা তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আসন্ন ভর্তি পরীক্ষায় কোনো ধরনের পরিবর্তন আসবে না। পরবর্তী পরীক্ষা থেকে এটি চালু হবে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]