18059

05/17/2024 খাইরুল হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

খাইরুল হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৩০

নাটোরের লালপুরের যুবলীগ নেতা খাইরুল ইসলাম (৩৭) হত্যা মামলায় ১৩ জন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন, নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের আবদুল করিম, মতি সরদার, আবুল কালাম আজাদ প্রিন্স, মকলেছ সরদার, মহসিন, খলিল, রানা, আনিসুর, রাজ্জাক, জার্জিস, কালাম, মিজানুর রহমান ও সানা। এছাড়াও এই মামলার ৫৩ জন আসামীকে খালাস দেন আদালত। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি লালপুরে যুবলীগ নেতা খাইরুল ইসলামকে (৩৭) হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলাটি একপর্যায়ে উচ্চ আদালতে আটকে ছিল। অবশেষে ঘটনার ১০ বছর পর রায় ঘোষণা করেন আদালত। এই মামলার আসামীদের মধ্যে তিনজন মারা গেছেন ও একজন বিদেশে গেছেন। বাকি সবাই উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]