18061

10/20/2025 ভিসা জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার

ভিসা জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৩২

রাজশাহীতে ভিসা জালিয়াতি চক্রের মূলহোতা এহসানুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার এহসানুলের বাড়ি মির্জাপুর পূর্বপাড়া এলাকায়। তিনি ভারতীয় অ্যাম্বাসীর কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ করতেন।

সোমবার রাত আটটার দিকে নগরীর বিনোদপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এহসানুল বিভিন্ন সময় অ্যাম্বাসীর পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিত। ভুয়া ভিসা স্লিপও তৈরি করে দিতে ভুক্তভোগীদের। তার বিরুদ্ধে বোয়ালিয়ায় থানায় প্রতারণা মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]