18066

05/05/2025 স্বতন্ত্র প্রার্থীরা হলো গণতন্ত্রের সৌন্দর্য- ওমর ফারুক চৌধুরী

স্বতন্ত্র প্রার্থীরা হলো গণতন্ত্রের সৌন্দর্য- ওমর ফারুক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৪

রাজশাহী-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিন তিনবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। প্রতীক বরাদ্দের প্রথম দিনে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জ ও হাট বাজারের তৃণমূল মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক সভায় তিনি বলেন স্বতন্ত্র প্রার্থীরা হলো গণতন্ত্রের সৌন্দর্য। জননেত্রী শেখ হাসিনার একজন উন্নয়ন যোদ্ধা হিসেবে আমরা মনে করি নির্বাচনকে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ করে তুলতে ও প্রতিযোগিতা পূর্ণ একটি অবাধ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে।

বিগত ১৫ বছর যে উন্নয়নযোগ্য সাধিত হয়েছে এবং আগামী দিনে তানোর গোদাগাড়ী উন্নয়নে আমার কি পরিকল্পনা আছে সেটি মানুষের কাছে দ্বারে দ্বারে গিয়ে বলতে চাই। কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে আলোচনা সমালোচনা নয় বরং সৌহার্দ্যতা ও সৌন্দর্যতা বোধ বজায় রেখে গণতন্ত্র সুসংহত করতে আমাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা উচিত। এ সময় গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]