04/30/2025 রিয়াদের পর শচীনের রেকর্ডও ভাঙলেন সৌম্য
রাজ টাইমস ডেস্ক :
২০ ডিসেম্বর ২০২৩ ১০:৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বাংলাদেশি ব্যাটার সৌম্য সরকার। এই এক ইনিংসে নিজ দলের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ ও পরে ভারতীয় কিংবদন্তী শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙেন তিনি।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশি হিসেবে এতদিন সর্বোচ্চ ১২৮ রানের ইনিংসের মালিক ছিলেন রিয়াদ। ২০১৫ বিশ্বকাপে কিউইদের বিপক্ষেই এই ইনিংস খেলেন তিনি। সৌম্য আজ প্রথমে সেটিকে ছাড়ান।
এরপর এশিয়ান ব্যাটার হিসেবেও নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েন। যেটা এতদিন ছিল শচীনের দখলে। ২০০৯ সালের মার্চে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মাটিতে ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শচীন। সেই রেকর্ড ১৪ বছর পর ভেঙে দিলেন সৌম্য।