04/29/2025 ট্রাম্পের বন্ধ করা ত্রাণ কার্যক্রম ফিরে পাবে ফিলিস্তিনিরা
আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২০ ২৩:০৬
ফিলিস্তিনিদের শান্তি প্রক্রিয়ায় নিয়ে আসতে মানবিক সহায়তায় বাঁধ সাধেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির নতুন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস তা পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন।
এর আগে ফিলিস্তিনিদের শান্তি প্রক্রিয়ায় নিয়ে আসতে ট্রাম্প জামাতা প্রক্রিয়া মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য-সহযোগিতা চালু করলে তা বন্ধ করে দেন ডোনাল্ড ট্রাম্প।
পাশাপাশি বন্ধ করে দেয়া হয় ফিলিস্তিনিদের চাপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও।
তবে এই সব সাহায্য সহযোগিতা পুনরায় চালু করবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
গত রোববার (০৮ অক্টোবর) দ্য আরব আমেরিকান নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন নব-নির্বাচিত এই ভাইস-প্রেসিডেন্ট
ট্রাম্পের একপেশে নীতি আগ্রাহ্য করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার।
পাশাপাশি ইহুদি রাষ্ট্র ইসরাইলের দখলদারিত্বকেও সমর্থন করা হবে না বলে ও জানান তিনি।