18140

05/05/2025 রিজভীকে তালিকা প্রকাশ করতে বললেন ইসি আনিছুর

রিজভীকে তালিকা প্রকাশ করতে বললেন ইসি আনিছুর

রাজ টাইমস ডেস্ক :

২২ ডিসেম্বর ২০২৩ ১৫:৫০

কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে-বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, ওনার (রিজভী) কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলেন।

এটা আমরা বলবো না কিছু। ওনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা ওনার অমূলক ধারণা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আনিছুর রহমান বলেন, যারা নির্বাচনী দায়িত্ব পালন করছেন, তারা রাষ্ট্রের কর্মচারী। কোনো দলের বা সরকারের কর্মচারী না।

তিনি আরও বলেন, সংবিধানে বলা আছে নির্বাহী বিভাগের সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া। নির্বাচন কমিশন যাকে যেখানে দায়িত্ব দেওয়া প্রয়োজন, তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব যদি পালন না করে-অপরাধ যেটা হবে, সে অপরাধের জন্য তিনি দায়ী হবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]