1817

04/29/2025 স্মার্টফোন কিনতে ইউজিসির ঋণ পাবে রাবির চার হাজার শিক্ষার্থী

স্মার্টফোন কিনতে ইউজিসির ঋণ পাবে রাবির চার হাজার শিক্ষার্থী

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২০ ০০:৪৩

দেশে বিদ্যমান মহামারী প্রাদুর্ভাব পরিস্থিতিতে অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে এ উদ্যোগের অংশ হিসেবে স্মার্টফোন কিনতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪১ হাজার শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দেওয়া হবে। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ৪ হাজার ৮০০ শিক্ষার্থীকে এ ঋণ সহায়তা পাচ্ছে।

যেসব শিক্ষার্থী এই ঋণ সুবিধার আওতায় আসবেন তারা বিশ্ববিদ্যালয় খোলার পর অথবা অধ্যয়নকালীন আসল টাকা চার কিস্তিতে বা এককালীন শিক্ষার্থীরা পরিশোধ করতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করে ইউজিসির সদস্য বিশ্বজিৎ চন্দ বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এখন পর্যন্ত ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি থাকবে।

গত ২৫ জুন মহামারী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রেক্ষাপটে ইউজিসির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর এক সভায় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর জুলাই থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ক্লাস শুরু হয়। কিন্তু ক্লাস শুরুর পর শিক্ষকেরা দেখতে পান, বিভাগভেদে প্রায় অর্ধেক শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নিচ্ছেন না। শিক্ষার্থীদের এই প্রতিবন্ধকতা দুর করার লক্ষেই এই ঋণের ব্যবস্থা করেছে ইউজিসি।

বিশ্বজিৎ চন্দ আরও জানান, শিক্ষার্থীদের শুধু ঋণ সুবিধার আওতায় নয় পাশাপাশি ইন্টারনেটের সহজলভ্য প্যাকেজ সু্বিধার আওতায় আনতে সিম কোম্পানিদের সাথে কথা বলেছে ইউজিসি। খুব দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার (৪ নভেম্বর) ভার্চুয়াল এক মিটিং-এ ইউজিসি দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৯টি বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনা সুদে আট হাজার টাকা করে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

  • এসএইচ
     

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]