18260

05/19/2024 টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রাজ টাইমস ডেস্ক :

২৬ ডিসেম্বর ২০২৩ ২১:৩৬

নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে টাইগাররা।

এবারের সফরেই নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে ক্রিকেটে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডের মতো এবার টি-টোয়েন্টি সিরিজে প্রথম জয়ের খোঁজে টাইগাররা।

আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের নেপিয়ারের ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় ম্যাচটি শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। আর নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার।

অতীতে দুই দল টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ১৪টিতে জয় পায় নিউজিল্যান্ড। মাত্র ৩টিতে জয় পায় বাংলাদেশ।

পিচ রিপোর্ট
নেপিয়ারের ম্যাকলিন পার্কের উইকেট ব্যাটসম্যানদের জন্য চমৎকার। খেলা মাঠে গড়ার পর থেকে উইকেটের গতি কমতে থাকে।

আবহাওয়া রিপোর্ট
আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভাবনা কম। সন্ধ্যার সময় আকাশ মেঘলা থাকবে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]