18271

05/05/2025 ইইউ নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক

ইইউ নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক

রাজ টাইমস ডেস্ক :

২৭ ডিসেম্বর ২০২৩ ১৭:২৫

সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি।

মঙ্গলবার বিকেল ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ৬ সদস্যের প্রতিনিধি দল ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকটি ৪টা ১০ মিনিটে শেষ হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, এর আগে দুপুর ১২টার দিকে সিলেটের একটি স্থানীয় হোটেলে ইইউ’র প্রতিনিধি দল সিলেট বিভাগীয় বিএনপির প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]