18286

05/05/2025 আমেরিকা যে কমিটমেন্ট করে সেটা বাস্তবায়ন করলে ভালো: পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকা যে কমিটমেন্ট করে সেটা বাস্তবায়ন করলে ভালো: পররাষ্ট্রমন্ত্রী

রাজ টাইমস ডেস্ক :

২৭ ডিসেম্বর ২০২৩ ২১:১৪

যারা নির্বাচন প্রতিহত করবে তাদের ওপর যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রয়োগ করলে খুশি হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বুধবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা যেটা বলেছিল, যারা নির্বাচন প্রতিহত করবে বা বর্জন করবে তাদের ওপর ভিসানীতি প্রয়োগ করবে। আমি খুব খুশি হব, যদি তারা সত্যি সেটা প্রয়োগ করে। তারা (বিএনপি) তো নির্বাচন বর্জন করছে। যাতে নির্বাচন না হয় তার জন্য। আমেরিকা যে কমিটমেন্ট করে সেটা বাস্তবায়ন করলে ভালো।’

তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এলাকায় ছায়া যুদ্ধ চাই না। এখন এ অঞ্চলের সব দেশ মোটামুটি আমাদের সঙ্গে একমত। ইউরোপিয়ানরা ছায়া যুদ্ধে পড়ে গেছে। আমরা আমাদের অঞ্চলে সেটা চাই না।

এ অঞ্চলে অনেক দেশ ছায়া যুদ্ধ চায় অভিযোগ করে মন্ত্রী বলেন, অনেক দেশ চাইবে, আমাদের এ অঞ্চলের যেন ছায়া যুদ্ধ হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]