1835

04/29/2025 সস্ত্রীক করোনা প্রাদুর্ভাবে ক্রিকেটার মুমিনুল

সস্ত্রীক করোনা প্রাদুর্ভাবে ক্রিকেটার মুমিনুল

রাজটাইমস ডেস্ক

১০ নভেম্বর ২০২০ ২২:৫৩

বিশ্বমহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে সস্ত্রীক আক্রান্ত হয়েছেন দেশের জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুউল্লাহ রিয়াদ করোনায় আক্রান্তের পর মুমিনুলের আক্রান্তের খবর দুঃসংবাদ নিয়ে এলো টাইগার শিবিরে।

ভাইরাসটির প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছেন মুমিনুল স্ত্রী ফারিহা হকও।

মঙ্গলবার (১০ নভেম্বর) মুমিনুলের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

চিকিৎসক দেবাশীষ গণমাধ্যমকে জানান, উপসর্গ দেখা দেয়ায় সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মুমিনুল। তার রিপোর্টে ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন মুমিনুল। 

এদিকে নিজের আক্রান্ত হওয়ার খবর নিজের ফেসবুক পেজে সবাইকে জানান মুমিনুল।

আসন্ন ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে মমিনুলের খেলা না খেলা অনিশ্চিয়তায় পড়ে গেল।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]