18396

05/03/2025 মাগুরায় মাঠ থেকে ২ ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার

মাগুরায় মাঠ থেকে ২ ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার

রাজ টাইমস ডেস্ক :

৩১ ডিসেম্বর ২০২৩ ১৬:১৯

মাগুরার মহম্মদপুরে মাঠ থেকে আপন দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের ঢোক চান্দের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সবুজ মোল্যা (৩২) ও হৃদয় মোল্যা (১৭)। তারা ওই গ্রামের মঞ্জুর মোল্যার ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়রা ঢোক চান্দের মাঠে লাশ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে নিহতদের উদ্ধার করা হয়।

নিহতদের স্বজনদের দাবি, সবুজ ও হৃদয়কে পরিকল্পিতভাবে গলাকেটে হত্যা করা হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরো বলেন, প্রতিবেশীদের সাথে তাদের বিরোধ ছিল বলে জানা গেছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]