04/29/2025 চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী ২০২৪ ১৩:৫৩
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকা থেকে সোমবার হেরোইন উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় এক যুবককে আটক করে র্যাব। আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীনগর এলাকার পারুল বেগম ও লোকমান হাকিমের ছেলে খালিদুজ্জামান কাওসার (২৭)।
আজ মঙ্গলবার র্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাবের একটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে গতি রোধ করা হয়। এ সময় কাওসারের দেহ তল্লাশি করে কোমরে থাকা এক’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে হেরোইন পরিবহনে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।