18496

05/04/2025 ভোটগ্রহণের দিনসহ ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

ভোটগ্রহণের দিনসহ ৪৮ ঘণ্টার হরতালের ডাক বিএনপির

রাজ টাইমস ডেস্ক :

৪ জানুয়ারী ২০২৪ ১৭:৫৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং আগে-পরে মিলিয়ে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

এরআগে এক ব্রিফিংয়ে রিজভী জানিয়েছিলেন, আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে বিএনপি।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]