18502

05/04/2025 আ’লীগ নির্বাচনে কারচুপি করেছে সব সময় : জিএম কাদের

আ’লীগ নির্বাচনে কারচুপি করেছে সব সময় : জিএম কাদের

রাজ টাইমস ডেস্ক :

৪ জানুয়ারী ২০২৪ ১৯:১৩

আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে সব সময় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

তিনি বলেন, রংপুর ছাড়া সবখানে মুখোশধারী প্রার্থী দিয়েছেন আওয়ামী লীগ। দুর্নাম দেয়ার জন্য আসন ছেরে দেয়ার মিথ্যা প্রচারণা করেছে সরকার। আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে সব সময়।

বৃহস্পতিবার (৪ জানুয়াররি) বিকেলে মিঠাপুকুর কলেজ মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন যারা বর্জন করেছে আমরা তাদের বিরুদ্ধে নই। তারা তাদের অধিকার আদায় করুক। সরকার কি শান্তিতে আছে? বিএনপি কি শান্তিতে আছে, আমরা কি সুখে আছি? এই অশান্তি থেকে দেশকে উদ্ধার করতে হবে সবাইকে সম্মিলিতভাবে। কেউ ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করলেই তাকে রাষ্ট্রদ্রোহী বলে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। আওয়ামী লীগ না করে তার চাকরি নাই, কথায় কথায় জেল জুলুম, সাধারণ মানুষের ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, কথা বলার স্বাধীনতা নাই। সবসময় আতঙ্কে থাকতে হয়। তাই নৌকা হটাও, লাঙ্গল দিয়ে চাষ করো। দেশকে উন্নত করো।

২৩-রংপুর-৫ (মিঠাপুকুর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন আনিছুর রহমান আনিস। তার পক্ষে ভোট চান তিনি।

এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, আমাদের কাছে তথ্য আছে একটি দলের প্রার্থীর সাথে ইউএনও গভীর রাতে বাসায় যেয়ে গোপন বৈঠক করে। এতে কতটুকু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় থাকবে তা নিয়ে সন্দেহ রয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]