18552

05/11/2024 ৪৫তম বিসিএসের লিখিত হতে পারে জানুয়ারির শেষে

৪৫তম বিসিএসের লিখিত হতে পারে জানুয়ারির শেষে

রাজটাইমস ডেস্ক:

৬ জানুয়ারী ২০২৪ ১১:৪০

দ্বাদশ সংসদ নির্বাচনসহ বেশকিছু কারণে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে পিএসসি।

গতকাল শুক্রবার পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৫তম বিসিএসের স্থগিত লিখিত পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা আছে। আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে সভা হওয়ার কথা। সেখানে বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করে পিএসসি। এর আগে, গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]