18557

05/04/2025 নৌকার পক্ষে কাজ করায় ১৯ প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

নৌকার পক্ষে কাজ করায় ১৯ প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি

রাজ টাইমস ডেস্ক :

৬ জানুয়ারী ২০২৪ ১৩:৩৫

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে প্রচার-প্রচারণার অভিযোগে ১৯ প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, অব্যাহতিপ্রাপ্ত ১৯ কর্মকর্তাই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বাধীন রয়েছেন।

তাদের দায়িত্ব থেকে অব্যাহতির ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম গত ২ জানুয়ারি সহকারী রিটার্নিং অফিসারের কাছে একটি আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, ‘কালিয়াকৈর উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ও কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মো. আরিফ নির্বাচনী প্রচারনায় সরাসরি অত্যুৎসাহী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বিভিন্নভাবে পক্ষপাতমূলক আচরণ ও শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে এবং তাদের সংগঠনের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে ক্ষমতার অপব্যবহার করার প্রয়াস চালাচ্ছে। যার কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। এছাড়া আরও ১৮ জনের একটি তালিকা সেখানে জমা দেন। পরে বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ ১৯ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।’

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মো. আরিফ বলেন, ‘বিষয়টি নিয়ে তাদের মধ্যে হয়তো কেউ ভুল বুঝিয়েছে। বাস্তবে তিনি কোনো প্রার্থীর পক্ষে ভোট চাওয়া বা প্রচারণায় যাননি।’

কালিয়াকৈর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘নির্বাচনের জন্য প্রিজাইডিং কর্মকর্তা যা প্রয়োজন তার চেয়ে বেশি প্রশিক্ষণ দেয়া হয়। যাতে কেউ হঠাৎ অসুস্থ বা অন্য কোনো অসুবিধা থাকলে পরিবর্তন করা যায়। তাই যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের দায়িত্ব না দিয়ে রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদর-একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]