18650

05/04/2025 নতুন এমপিদের শপথ বুধবার সকালে

নতুন এমপিদের শপথ বুধবার সকালে

রাজ টাইমস ডেস্ক :

৯ জানুয়ারী ২০২৪ ১২:২৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে আগামীকাল বুধবার।

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদে নতুন এমপিদের শপথবাক্য পাঠ করানো হবে।

দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। গত ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]