18654

05/04/2025 দ্বাদশ নির্বাচন ছিলো সরকার নিয়ন্ত্রিত পাতানো খেলা: জি এম কাদের

দ্বাদশ নির্বাচন ছিলো সরকার নিয়ন্ত্রিত পাতানো খেলা: জি এম কাদের

রাজ টাইমস ডেস্ক

৯ জানুয়ারী ২০২৪ ১৩:১৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার নিয়ন্ত্রিত পাতানো খেলা মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, কথা রাখেনি সরকার। আওয়ামী লীগ আবারো দেশে একদলীয় শাসনতন্ত্র কায়েম করতে চায়।

গতকাল সোমবার সকালে রংপুরে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলেন পেশি শক্তি, অর্থের প্রভাবমুক্ত নির্বাচন করার অঙ্গীকার করেও আওয়ামী লীগ নির্বাচনে ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে। তাই এ নির্বাচন ভাল ও গ্রহণযোগ্য হয়নি।

সরকারের ইচ্ছায় সামান্য কিছু আসনে সুষ্ঠু ভোট হলেও বেশিরভাগ আসনে তাদের নিজ দলীয় প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে। এক্ষেত্রে প্রশাসন আওয়ামী লীগকে সার্বিক সহযোগিতাও করেছে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]