05/04/2025 পাঁচ মাস পর গুলশানের বাসায় খালেদা জিয়া
রাজ টাইমস ডেস্ক :
১১ জানুয়ারী ২০২৪ ২১:৪২
পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেন।
এর আগে, বিকেল ৫ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন তিনি। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এখন গুলশানের বাসায় তার চিকিৎসা চলবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।
গত ৯ আগস্ট শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
টানা ৫ মাস ২ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, চেয়ারপারসনকে স্বাগত জানাতে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হাজির হয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, বেগম সেলিমা রহমানসহ অসংখ্য নেতাকর্মী।