18812

05/05/2025 শিগগিরই সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে ইইউ

শিগগিরই সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরু করবে ইইউ

রাজ টাইমস ডেস্ক :

১৭ জানুয়ারী ২০২৪ ১৭:৫৬

বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি জানিয়েছেন, তারা খুব শিগগিরই অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক শেষে তিনি এমনটা জানান।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ ও প্রাণবন্ত আলোচনা হয়েছে।’

রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, তারা বাংলাদেশ-ইইউ অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন।

সূত্র : ইউএনবি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]