18887

05/17/2024 পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান শাহ খাওয়ার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান শাহ খাওয়ার

রাজটাইমস ডেস্ক:

২১ জানুয়ারী ২০২৪ ১৪:৫৯

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শাহ খাওয়ার। সদ্য পদত্যাগ করা জাকা আশরাফের স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান পিসিবির নির্বাচন কমিটির প্রধানের দায়িত্বে থাকা খাওয়ার।

নতুন একটি গভর্নিং বডি প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শাহ খাওয়ার। দেশটির ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন সুষ্ঠু উপায়ে হচ্ছে কি না, এটা তদারকি করাই বর্তমান অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের প্রধান কাজ।

২০২৩ সালের জুলাই মাসে জাকা আশরাফকে পিসিবির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই থেকে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। দায়িত্ব পালনের এই সময়টায় বেশ বিতর্কিত হয়ে পড়েন জাকা আশরাফ। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছিল।

পিসিবির নিয়ম অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী পরবর্তী ক্রিকেট প্রধানকে নিয়োগ দেবেন বলে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]