18949

05/01/2025 ‘অবৈধ মজুতদারি যত শক্তিশালী লোকের আত্মীয় হোক ছাড় নয়’

‘অবৈধ মজুতদারি যত শক্তিশালী লোকের আত্মীয় হোক ছাড় নয়’

রাজ টাইমস ডেস্ক :

২৫ জানুয়ারী ২০২৪ ১৭:৫৯

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘অবৈধ মজুতদারি যারা করে, তারা যে দলের হোক, যত শক্তিশালী লোকের আত্মীয় হোক—কাউকে ছাড় দেওয়া হবে না।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সঙ্গে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চালের দাম বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো যুক্তিই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বাজার অস্থির করলে বরদাশত করা হবে না, মজুতের সমুদয় পরিমাণ জরিমানা করা হবে।’

মজুতের সমুদয় পরিমাণ জরিমানা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ তিনি আরও বলেন, ‘হঠাৎ দাম বাড়িয়ে বাজার অস্থির করলে বরদাশত করা হবে না।’

এখন কৃষকের কাছে ধান নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, 'অনেক হাসকিং মিল বন্ধ, ঘাস গজিয়েছে, বিদ্যুৎ সংযোগ নেই কিন্তু তাদের গুদামে অবৈধ মজুত পাওয়া যাচ্ছে।'

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]