1895

04/29/2025 বাইডেন প্রশাসনের সাথে কাজ করার সুযোগ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

বাইডেন প্রশাসনের সাথে কাজ করার সুযোগ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

রাজটাইমস ডেস্ক

১৪ নভেম্বর ২০২০ ২৩:৪৭

আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ে তার সঙ্গে কাজ সুযোগ তৈরী হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

জো বাইডেন একজন ঝানু রাজনীতিবিদ উল্লেখ করে তিনি বলেন তার সঙ্গে এর আগেও আমরা কাজ করেছি।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিনরা সব সময় মানবাধিকারকে বেশী গুরুত্ব দিয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, আমেরিকার নতুন সরকার মানবাধিকার ও জলবায়ু নিয়ে কাজ করতে আগ্রহী। এছাড়াও বাইডেন সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, তারা জলবায়ু নিয়ে কাজ করবেন। আমরা আশা করছি, বাইডেন দায়িত্ব নেয়ার পর বিশ্বে কোন ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রমে বাইডেন সরকার বাংলাদেশকে সহায়তা করবে।

এ সময় পুষ্পস্তবক অর্পনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]