18960

04/29/2025 বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন রাবি অধ্যাপক জুলফিকার মতিন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন রাবি অধ্যাপক জুলফিকার মতিন

রাবি প্রতিনিধি :

২৬ জানুয়ারী ২০২৪ ১০:৪৭

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট গবেষক ও কবি ড. জুলফিকার মতিন।

গতকাল (২৪ জানুয়ারি) বুধবার বাংলা একাডেমির সচিব ড. মো. হাসান কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৩’ এর সম্মানিত সকল সদস্যের সম্মতিক্রমে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করা হলো। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ড. জুলফিকার মতিন প্রবন্ধ বা গবেষণা ক্যাটাগরিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ এর জন্য মনোনীত হয়েছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ প্রাপ্ত অন্যরা হলেন- কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র) মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক।

এ ছাড়া শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় আফরোজা পারভিন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী/ মুক্তগদ্যে ইসহাক খান এবং ফোকলোর বিষয়ে তপন বাগচী ও সুমন কুমার দাশ।

এদিকে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় অধ্যাপক জুলফিকার মতিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি জুলফিকার মতিন তার কাব্য প্রতিভার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার প্রতিভার এই স্বীকৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। উপাচার্য অধ্যাপক জুলফিকার মতিনের সুস্বাস্থ্য প্রত্যাশা করেন।

উল্লেখ্য, কবি জুলফিকার মতিন ১৯৪৬ সালে বর্তমান সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে শিক্ষকতায় যোগ দেন ও ১৯৯৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ২০১২ সালে তিনি শিক্ষকতা থেকে অবসরগ্রহণ করেন। ১০ বছর বয়সে ইত্তেফাক এর কচিকাচার আসরে তার প্রথম কবিতা প্রকাশ পায়।

তার উল্লেখযোগ্য সংখ্যক কাব্যগ্রন্থ, উপন্যাস, ছোটগল্পগ্রন্থ, শিশু-কিশোর সাহিত্য, প্রবন্ধগ্রন্থ, জীবনী ও নির্বাচিত কলামসহ বিভিন্ন গবেষণা পত্রিকায় প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করলেও কবি হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]