19004

04/30/2025 রোমাঞ্চ ছড়ানো টেস্টে ইংলিশদের কাছে ভারতের হার

রোমাঞ্চ ছড়ানো টেস্টে ইংলিশদের কাছে ভারতের হার

রাজ টাইমস ডেস্ক :

২৮ জানুয়ারী ২০২৪ ১৮:৩৭

দক্ষিণ আফ্রিকায় পিচ বিতর্কের পর ক্ষুব্ধ ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, কোনও দল যেন ভারতের পিচ নিয়েও কান্নাকাটি না করে।

কয়েক দিন আগেই ইংল্যান্ড ব্যাটার ওলি পোপ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভারতে স্পিন সহায়ক পিচই প্রত্যাশা করছেন এবং তা নিয়ে কোনও অসুবিধা নেই।

শুধু কথায় নয়, পারফরম্যান্সেও দেখিয়ে দিলেন পোপ। তৃতীয় দিনের শেষে ১৪৮ রানে অপরাজিত ছিলেন। শেষ উইকেট হিসেবে আউট হবার আগে ১৯৬ রান করেন তিনি। এতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে টম হার্টলির স্পিন ঘূর্নিতে ২০২ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। এতে ২৮ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজের টেস্টে এগিয়ে গেলো ইংলিশরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]