19114

05/05/2025 লাখো মুসল্লিদের উপস্থিতিতে তুরাগতীরে অনুষ্ঠিত জুমার জামাত

লাখো মুসল্লিদের উপস্থিতিতে তুরাগতীরে অনুষ্ঠিত জুমার জামাত

রাজটাইমস ডেস্ক:

২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২১

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম জুমার জামাত। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দেশের সর্ববৃহৎ এ জুমার জামাত অনুষ্ঠিত হয়।

জুমার জামাতে ইমামতি করেন কাকরাইলের মুরব্বি মাওলানা জোবায়ের। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। জুমার নামাজ শেষে বিশ্বের মানুষের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে, সকাল থেকেই নামাজে শরিক হতে দলে দলে ইজতেমায় আসেন বিভিন্ন জেলার মুসল্লিরা। তার আগে, শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম।

বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নিতে একদল মুসল্লি সংবাদমাধ্যমকে বলেন, আমরা বেলাবো এলাকার ব্যবসায়ী, কেউ চাকরিজীবী। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম ইজতেমার জুমার নামাজে অংশ নেব। মার্কেটের ব্যবসায়ীদের আমার ইচ্ছের কথা জানালে তারা রাজি হন। পরে একটি পিকআপ ভাড়া করে ইজতেমা ময়দানে এসেছি দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে।

প্রসঙ্গত, আজ শুক্রবার শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলানা জুবায়ের অনুসারী)। এ পর্ব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি ইজতেমার ২য় পর্ব (মাওলানা সাদ অনুসারী) শুরু হয়ে তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]