19141

05/18/2024 সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক :

৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৬

 

সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। শেষ চারে যেতে হলে আজ বেশ বড় সমীকরণ মেলাতে হবে জুনিয়র টাইগারদের। পথটা মসৃণ না হলেও দৃঢ় প্রত্যয়ী তারা।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়েছে মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচটি। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করছে জুনিয়র টাইগাররা।

সেমিফাইনালে উঠতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। শুধু জয় পেলেই হবে না, মাথায় রাখতে হবে রানরেটের বিষয়টিও। এই মুহূর্তে পয়েন্টের পাশাপাশি রানরেটেও অনেকটাই এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের নেট রানরেট ১.০৬৪।

পাকিস্তানকে পেছনে ফেলতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে। আগে ব্যাট করে পাকিস্তান ৩০০ রান করলে বাংলাদেশকে জিততে হবে ৩৯.৩ ওভারে। ২৫০ রান করলে ৩৯ ওভার এবং ২০০ রান করলে ৩৮.৪ ওভারের মধ্যেই জয় পেতে হবে বাংলাদেশকে।

অপরিবর্তিত একাদশ নিয়েই এদিন মাঠে নেমেছে জুনিয়র টাইগাররা।

বাংলাদেশ একাদশ : আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রাব্বি, পারভেজ রহমান, বর্ষণ, রাফি, মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]