1917

04/29/2025 ডেঙ্গুজ্বরে প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

ডেঙ্গুজ্বরে প্রাণ গেল জাবি শিক্ষার্থীর

রাজটাইমস ডেস্ক

১৬ নভেম্বর ২০২০ ২০:৪৮

ডেঙ্গুজ্বর প্রকোপে প্রাণ হারিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র রঞ্জিত দাস। 

রোববার (১৫ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রাণ হারায় রঞ্জিত। এর আগে তিনি গ্রামের বাড়ি কুমিল্লায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। 

ডেঙ্গুজ্বরের পাশাপাশি জন্ডিস রোগেও সে ভুগছিল বলে জানায় রঞ্জিতের পরিবার। আশঙ্কাজনকহারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল।  সেই সঙ্গে তার কিডনিতেও সমস্যা ছিল। 

প্রয়াত রঞ্জিত বিশ্ববিদ্যালয়ের সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

এদিকে জাবি শিক্ষার্থীর অকাল প্রয়াণে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]