1950

05/03/2024 তিন বছরের মধ্যে সর্বোচ্চ দাম বিটকয়েনের

তিন বছরের মধ্যে সর্বোচ্চ দাম বিটকয়েনের

আবিদ

১৮ নভেম্বর ২০২০ ২০:৪৭

 

গত তিন বছরের ব্যাবধানে সর্বোচ্চ পরিমাণ দাম বেড়েছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের। শেষ ২৪ ঘন্টায় ক্রিপ্টোকারেন্সিটির আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশেরও বেশী। খবর সিএনবিসি ডট কম।

ক্রিপ্টোকারেন্সি বাজারে প্রধান কারেন্সিটি আজ ইউরোপীয় স্টক মার্কেট সেশন চালুর সাথে সাথে একটি কয়েনের দাম ১৭২০০ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৮৮০০ ডলারে পৌঁছায় যা কিনা বিগত ৩ বছরের ব্যাবধানে সর্বোচ্চ মূল্য। সর্বশেষ ৭ জানুয়ারী ২০১৮ সালে এটির প্রতি কয়েনের মূল্য ছিল ১৭০৩০ ডলার ।

সিএনবিসি ডট কম পত্রিকার বিশ্লেষকদের মতে , মার্কিন নির্বাচনে জটিলতা , করোনায় বিশ্ব মন্দা পরিস্থিতি ও সেকেন্ড ওয়েভের আতংকে ইনভেস্টর দের কাছে বিটকয়েন নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে প্রাধান্য পাচ্ছে।

বিটকয়েন একটি ব্লকচেইন প্রযুক্তি হবার জন্য এই কয়েনের যত ইউসার বাড়বে এর ভ্যালু এবং বাজার মূল্য তত বৃদ্ধি পাবে ।

মার্কিন অর্থনীতির টালমাটাল অবস্থায় বিনিয়োগকারীদের সেফ হ্যাভেন কারেন্সি খ্যাত মার্কিন ডলারের ক্রমাগত মূল্য হ্রাসের জন্য , বিনিয়োগকারীরা সেফ হ্যাভেন কারেন্সির বিকল্প হিসেবে বিটকয়েনের দিকে ঝুকে পড়ছে।

সে হিসেবে বিটকয়েন বিশ্লেষকদের মতে এটি অল্প সময়ে প্রতি কয়েনের মূল্য বিশ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য গত ২০১৭ সালের ডিসেম্বর মাসে এই ক্রিপ্টো কারেন্সিটির একটি কয়েনের সর্বোচ্চ মূল্য ছিল ১৯৬৫০ ডলার।

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]