19508

05/15/2024 ভারতে কৃষক বিক্ষোভে এবার মৃত্যু ২৪ বছরের চাষির

ভারতে কৃষক বিক্ষোভে এবার মৃত্যু ২৪ বছরের চাষির

রাজ টাইমস ডেস্ক :

২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৯

ভারতের পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় কৃষক বিক্ষোভ চলাকালীন ফের প্রাণ হারালেন এক কৃষক। বুধবার সকাল থেকেই শম্ভু সীমানায় শুরু হয়েছিল কৃষক-পুলিশ ধুন্ধুমার। তার মধ্যেই পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আহত হন করণ সিং।

দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২৪ বছরের যুবকের। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর সত্তরের মনজিৎ সিংয়ের। তার আগে ১৬ ফেব্রুয়ারি ৭৮ বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মাঝে।

ভোলানাথের বিধায়ক, তথা অল ইন্ডিয়া কিসান কংগ্রেসের চেয়ারম্যান সুখপাল সিং খায়রা এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেন, ‘ভাটিন্ডা জেলার ভি.বালো এলাকার কৃষক শুভকরণের ছেলে চরণজিৎ সিংয়ের মৃত্যুতে তাদের পরিবারকে সমবেদনা৷ বিক্ষোভের সময় হরিয়ানা পুলিশ তাকে গুলি করে৷’

সকাল থেকেই কৃষক আন্দোলন ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দিল্লি সীমান্ত৷ বুধবার সকালে বেশ কয়েকটি ট্র্যাক্টর, জেসিবি নিয়ে এ দিনের আন্দোলন শুরু করেন বিক্ষোভরত কৃষকেরা৷ বেলা গড়াতেই বাড়ে অশান্তি৷ বিক্ষোভকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ৷ হয় লাঠিচার্জ৷

সূত্র: নিউজ ১৮

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]