19591

05/06/2025 ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা

রাজ টাইমস ডেস্ক :

২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৯

ইউক্রেনজুড়ে ফের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।

গতকাল শনিবার রাতে এবং রোববার সকালে এসব হামলা চালানো হয়েছে। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিএননের লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তবে এতে বেশি হতাহতের ঘটনা ঘটেনি বলে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্কের কোস্তিয়ান্তিনিভকা শহরে রাশিয়া ব্যাপক হামলা চালিয়েছে। তবে এতে শুধু একজন আহত হয়েছে। আবাসিক ভবন, রেল স্টেশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রুশ বাহিনীর হামলা আঘাত হেনেছে।

আজ রোববার দোনেতস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, রাশিয়ান বাহিনী পোকরোভস্ক, ক্রামাতর্স্ক এবং বাখমুত জেলায় হামলা চালিয়েছে।

এ ছাড়া কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। তবে এতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ড বলেছে, কিয়েভ, পোলতাভা, খেমেলনিতস্কি, মিকোলাইভ, কিরোভোহরাদ, দনিপ্রোপেতরোভস্ক, ঝাপোরিজঝিয়া এবং খেরসন অঞ্চল লক্ষ্য করে ছোড়া ১৬টি ইরানি ড্রোন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]