19682

05/02/2025 ফাইনালে টস জিতলেন তামিম, কুমিল্লার একাদশে মোস্তাফিজ

ফাইনালে টস জিতলেন তামিম, কুমিল্লার একাদশে মোস্তাফিজ

রাজ টাইমস ডেস্ক :

১ মার্চ ২০২৪ ১৮:৩২

আধিপত্য ধরে রাখার মিশনে মাঠে নেমেছে কুমিল্লা। এক ঘরে করেই রাখতে চায় শিরোপা। পঞ্চমবারের মতো শিরোপা উল্লাসের অভিপ্রায়। বিপরীতে তিন-তিনবারের দুঃখ ঘুচিয়ে শিরোপা ‘লঞ্চে’ তুলতে চায় বরিশাল। প্রথমবারের মতো ঠোঁট ছোঁয়াতে চায় সোনালী ট্রফিটায়।

বিপিএলের দশম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা সাড়ে ছয়টায় মুখোমুখি হবে দুই দল।

মিরপুরে বরাবরই জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখে টস। ফলে টস জয় যেন অনেকটা ম্যাচ জয়ের পথেই এগিয়ে যাওয়া। ফাইনালে যেখানে লিটনকে আক্ষেপে ভাসিয়ে হাসলেন তামিম ইকবাল। টসে জিতেছে তার দল ফরচুন বরিশাল। প্রত্যাশিতভাবেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

কুমিল্লার একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে সরাসরি ফাইনালে পা রেখেছেন তিনি৷ তাকে জায়গা দিতে মুশফিক হাসানকে বসতে হয়েছে সাজঘরে। তবে বরিশাল অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে মাঠে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস, তানভীর ইসলাম, তাওহীদ হৃদয়, মইন আলি, জনসন চার্লস, জাকের আলি অনিক, মাইদুল আকন্দ, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রোহানাত দৌলাহ ও মোস্তাফিজুর রহমান।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, ডেভিড মিলার, ওভেদ ম্যাকয়, সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, জেমস ফুলার, কাইল মায়ার্স।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]