19770

05/16/2024 ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল নয়, যুদ্ধ করছেন বাইডেন’

‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল নয়, যুদ্ধ করছেন বাইডেন’

রাজ টাইমস ডেস্ক :

৪ মার্চ ২০২৪ ২৩:১৭

রিয়েল এস্টেট মোগল মোহাম্মদ হাদিদ ৭ অক্টোবরের যুদ্ধে ইসরাইলের সাথে সম্পর্কের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, ‘এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে মার্কিন নেতার যুদ্ধ এবং তার নাৎসি যুদ্ধাপরাধীর মতো বিচার হওয়া উচিত।’

রোববার তিনি বলেন, ‘এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বাইডেনের যুদ্ধ।’

জাতিসঙ্ঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের ডিরেক্টর ড. জেফরি শ্যাক্সের একটি টিআরটি ওয়ার্ল্ড ক্লিপের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ইসরাইলে গোলাবারুদ সরবরাহ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান হাদিদ।

গাজায় এক ফিলিস্তিনি শিশুর অনাহারে মৃত্যুর পর জাতিসঙ্ঘের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বাইডেনকে ‘জায়নবাদী প্রকল্পের প্রধান’ বলে অভিহিত করেন হাদিদ।

হাদিদ ইসরাইলের নাজারেথে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার লেবাননের স্বাধীনতা যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিল। তিনি অক্টোবরের যুদ্ধ সম্পর্কে অত্যন্ত সোচ্চার এবং যারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে তাদের সমালোচনা করেন।

সোমবার ইহুদিবাদীদের ইসরাইলের ভূমি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে বন্দী চুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার প্রতিক্রিয়া জানান হাদিদ।

তিনি ব্যাখ্যা করেন, ফিলিস্তিনিরা ওই ভূখণ্ডের আদিবাসী ছিল এবং এর জন্য ইসরাইলিদের তাদের দাবির কাছে নতি স্বীকার করা উচিত।

হাদিদ বলেন, ‘আমরা দখলদারিত্বের অবসান এবং ঔপনিবেশিকতার অবসান দাবি করছি।’

সূত্র : জেরুসালেম পোস্ট

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]