1982

10/28/2025 যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে ইরান

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২০ ০১:৪২

চির বৈরী ভাবপন্ন ইরানকে আবারো নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি ফাউন্ডেশনকে টার্গেট করা হয়েছে। 

দেশটির গণমাধ্যম ভয়েস অব আমেরিকা সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ১০ ব্যক্তি ও ৫০টি সহায়ক ফাউন্ডেশন রয়েছে। এর মধ্যে জ্বালানি, খনিজ এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও রয়েছে। 

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় আছেন ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীও। ট্রাম্প প্রশাসনের ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

ট্রাম্পের ক্ষোভের টার্গেট খামেনি নিয়ন্ত্রিত ফাউন্ডেশনটির নাম বনিয়াদ মোস্তাজাফান। যুক্তরাষ্ট্র বলছে, এ প্রতিষ্ঠানটি মূলত খামেনির নেটওয়ার্ককে পৃষ্ঠপোষকতা দেয়।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]