19829

05/17/2024 আমিরাতে রমজানে ৯ পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা

আমিরাতে রমজানে ৯ পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা

রাজ টাইমস ডেস্ক :

৭ মার্চ ২০২৪ ০০:০৩

রমজান উপলক্ষে খুচরা পর্যায়ে ৯টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে আরব আমিরাত।

দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, শিম, রুটি এবং আটার দাম কোনোভাবেই বৃদ্ধি করা যাবে না।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং ও ফলো-আপ সেক্টরের কর্মকর্তা আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি বলেছেন, ‘ভোক্তা পণ্যের দাম নির্ধারণ নীতি বাজারের মূল্য নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। রমজান আসার সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ পণ্যের যোগান বাড়ছে।’

তিনি বলেন ‘মন্ত্রণালয় নিশ্চিত করবে ভোক্তার সব প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে এবং তাদের অবিবেচকভাবে বৃদ্ধি পাওয়া দামে পণ্য কিনতে হচ্ছে না এবং যতটুকু প্রয়োজন ততটুকু পাচ্ছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]