19923

05/03/2025 ২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার করল সৌদি আরব

২৩ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার করল সৌদি আরব

রাজ টাইমস ডেস্ক :

১১ মার্চ ২০২৪ ০৯:৪০

সৌদি আরবে ২৩ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।

অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে এই প্রবাসীদের গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটিতে গত দুই বছরের বেশি সময়ের মধ্যে এক সপ্তাহে এটাই রেকর্ড সর্বোচ্চসংখ্যক প্রবাসীকে গ্রেফতারের ঘটনা।

রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশজুড়ে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ২৩ হাজার ৪০ জন প্রবাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেফতারদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সৌদির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]