19985

04/30/2025 ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে বিএনপির ইফতার

ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে বিএনপির ইফতার

রাজটাইমস ডেস্ক:

১২ মার্চ ২০২৪ ২১:১৯

রমজানের প্রথম দিনে ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে ইফতার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দী হওয়ার পর থেকে এই আয়োজনে অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (১২ মার্চ) ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সম্মানে বিএনপি এই ইফতারের আয়োজন করে।

ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে মাহে রমজানে ওলামা-মাশায়েখ, এতিম শিক্ষার্থীসহ নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

এই ইফতারে তেজগাঁও ইসলামি মিশন এতিমখানা এবং শান্তিনগর এতিমখানা ও মাদরাসার কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

ওলামা-মাশায়েখ এবং এতিম শিক্ষার্থীদের পাশে নিয়ে বিএনপি নেতারা ইফতার করেন।

ইফতারে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ শহিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

আলমদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী এবং সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ অলিউল্লাহ।

প্রতি বছর রমজানের প্রথম দিন বিএনপি ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার অনুষ্ঠান করে থাকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]