20055

01/13/2026 এক সপ্তাহে রিজার্ভ কমেছে ১১৫ কোটি ডলার

এক সপ্তাহে রিজার্ভ কমেছে ১১৫ কোটি ডলার

রাজ টাইমস ডেস্ক :

১৪ মার্চ ২০২৪ ২৩:৩৮

গত এক সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১৫ কোটি বা ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার কমে গিয়েছে। গত ৬ মার্চ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম ৬) দেশের গ্রস রিজার্ভ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

বর্তমানে রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভের এ হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সোয়াপ পদ্ধতি চালু করার পর রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছিল। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে নিষ্পত্তি হওয়া আমদানি দায় পরিশোধের পর রিজার্ভ এতটা কমে গিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]