20122

05/15/2024 রবিবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী দল

রবিবার বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী দল

রাজ টাইমস ডেস্ক :

১৬ মার্চ ২০২৪ ২২:০৬

আগামীকাল রবিবার ঢাকায় আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সফরে বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজি মেয়েরা।

এই সিরিজের জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু অস্ট্রেলিয়ার এই সফর। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। পরবর্তী দুই ম্যাচ হবে ২৪ ও ২৭ মার্চ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। মূলত বাংলাদেশের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে ঢাকায় এই সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। যেখানে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ২০২২ থেকে ২০২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ৫০ ওভারের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল আসছে অস্ট্রেলিয়ার।

এদিকে বাংলাদেশ ওয়ানডে দলে নেই শামীমা সুলতানা, লতা মন্ডল ও শরিফা খাতুন। তারা তিনজনই দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন। তাদের জায়গায় নেওয়া হয়েছে নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজাকে।

ওয়ানডে শেষে ৩১ মার্চ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এই সিরিজে শেষ দুটি ম্যাচ ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা থেকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]